নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর দায়রা জজ মো. আব্দুর রহমানের পরিবারের ওপর নৃশংস হামলা ও তাঁর ছেলে তওসিফ রহমান হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন করেছেন আইনজীবীরা।
সোমবার সকাল ১০টায় রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আদালত চত্বরে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশ নিয়ে আইনজীবীরা এই বর্বর হত্যাকান্ডের তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। প্রতিবাদ কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম।
বক্তারা বলেন, বিচারকের পরিবারই যদি আজ হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? বিচার বিভাগের স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় এবং বিচারক ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আলী আশরাফ মাসুম প্রশ্ন তুলে বলেন, বিচার বিভাগের সদস্যদের পরিবার যদি নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষ কিভাবে ন্যায়বিচার পাবে?
মানববন্ধন থেকে অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীকে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।আইনজীবীরা ঘোষণা দিয়েছেন, রাজশাহীর কোনো আইনজীবী এই মামলায় অভিযুক্তের পক্ষে আইনি সহায়তা দেবেন না।
উল্লেখ্য, গত ১৩ নভেম্বর রাজশাহী মহানগর দায়রা জজ মোঃ আব্দুর রহমানের বাসায় ঢুকে তার ছেলে তওসিফ রহমান (সুমন)-কে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এই হামলায় বিচারকের স্ত্রী তাসমিন নাহারও গুরুতর আহত হন।
পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্ত লিমন নামে এক যুবক এই হামলা চালায়, যিনি বিচারকের পরিবারের পূর্বপরিচিত ছিলেন। আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার কয়েকদিন আগে ৩ নভেম্বর অভিযুক্ত লিমন বিচারকের মেয়ের ফেসবুক মেসেঞ্জারে কল করে পরিবারকে হত্যার হুমকি দিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে ৬ নভেম্বর বিচারকের স্ত্রী সিলেটের জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
অভিযুক্ত লিমনকে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় আটক করা হয়েছে এবং তিনি বর্তমানে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। নিহত তওসিফ রহমান রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
এই ঘটনায় দেশব্যাপী বিচারক সমাজ ও আইনজীবী মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দেশব্যাপী কলম বিরতির হুঁশিয়ারি দিয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #















