রাজশাহীতে বিএসটিআই এর মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক: বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহীর যৌথ উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে সাহেব বাজার মৌচাক ও রাজশাহী মিষ্টি বাড়ি প্রতিষ্ঠানের ঘি ও ফার্মেন্টেড মিল্ক পণ্যের বিএসটিআই লাইসেন্স থাকায় ধন্যবাদ জ্ঞাপন করে বিজ্ঞ আদালত। বিভিন্ন খেজুর ও আখের গুড়ের পাটালি বিক্রয়কারী প্রতিষ্ঠানের ওজন যন্ত্র যাচাইকালে পরিমাপে সঠিক পাওয়া গিয়েছে।
এছাড়া একই অভিযানে নগরীর অলকার মোড়  লক্ষী পেষ্ট্রি হাউস,  প্রতিষ্ঠানটিকে তাদের উৎপাদিত কেক (স্পঞ্জ) পণ্যের সনদ ব্যতিত বিক্রয় ও বিতরণ করায় ওজন পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ২৪(১)/৪১ ধারা অনুযায়ী আড়াই হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস, জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহী নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।
প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী এর কর্মকর্তা এ.এফ.এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ আবুল কায়েম, পরিদর্শক (মেট)।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.