রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দেয়ার পর পৃথক ঘটনায় নাটোরের দু জনের মৃত্যু


নাটোর প্রতিনিধি: রাজশাহীর মাদরাসা মাঠে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জন সভায় গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে আওয়াম লীগ নেতার ও সমাবেশ শেষে ফেরার সময় ট্রেন থেকে পড়ে নাটোর আওয়ামীলীগ কর্মীর মৃত্যু হয়েছে।
তারা হলেন: সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুশীল চন্দ্র সাহা (৬০) ও আওয়ামীলীগ কর্মি ছাতনী ইউনিয়নের কেশবপুর গ্রামের গোলজার সরকারের ছেলে মুসা সরকার (৩০)।
অপরদিকে সুশীল চন্দ্র দিঘাপতিয়া ইউনিয়নের ধরাইলকাঁকবাড়িয়া এলাকার প্রয়াত সুরেন্দ্র নাথ সাহার ছেলে।
সোমবার (৩০ জানুয়ারী) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুসা সরকার।
অপরদিকে, রোববার বিকেলে মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য চলা কালে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন সুশীল চন্দ্র। ইসলামী হাসপাতালে নিয়ে গেলে রাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায়তার মৃত্যু হয়।
দিঘাপতিয়া ইউনিয়ন পরিষদে ও চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা শরিফুল ইসলাম বিদ্যুৎ জানান, প্রধানমন্ত্রীর বক্তব্য চলা কালে ৪টার দিকে বুকে ব্যাথা অনুভব করে সুশীল চন্দ্র অসুস্থ্য হয়ে পড়েন। তাকে দ্রুত ইসলামিয়া হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসক তাকে রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
আজ রাতে তার মরদেহ সৎ কারের ব্যবস্থা করা হয়েছে। অপর দিকে, রোববার রাতে রাজশাহী রেল স্টেশনে আওয়ামীলীগ নেতাকর্মীদের বহন করা বিশেষ ট্রেনে জায়গা না পেয়ে তড়িঘ ড়ি করে ছাদে উঠে বসেন আওয়ামীলীগ কর্মী মুসা সরকার। ট্রেনের ছাদে ভীড় থাকায় ট্রেনটি চলাশুরু করলে মুসা ছাদ থেকে লাইনে পড়ে যান। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করাহয়। সোমবার দুপুরে মুসা সরকারের মৃত্যু হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলামর মজান পৃথক ঘটনায় দুজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে শোক প্রকাশ করে বলেন জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ তাদের বাস ভবনে গিয়ে মৃতের পরিবারকে শান্তনা দিচ্ছেন। এ ঘটনায় সদর উপজেলা জুড়ে শোকের আবহ নেমে এসেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.