রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকা ও জেলার পুঠিয়া উপজেলায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাজশাহীর পবা উপজেলার পশ্চিম বালিয়া গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে আবুল কালাম (৭০) ও চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রসুনচক গ্রামের সাদিকুল ইসলামের ছেলে নাসির উদ্দিন (৪০)।

কাশিয়াডাঙ্গা থানা পুলিশ জানায়, শুক্রবার বেলা ১১টার দিকে আবুল কালাম বাইসাইকেল চালিয়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক হয়ে বাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছিলেন। পথে কাশিয়াডাঙ্গা এলাকায় সড়কের পাশের খাদে বাইসাইকেলের চাকা পড়ে আটকে যায়। এতে তিনি সড়কের ওপর সিটকে পড়ে যান।

এসময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন আবুল কালাম। পরে স্থানীয়রা আবুল কালামকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, পুঠিয়ার শিবপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির একটি সূত্র জানায়, নিহত নাসির একজন ব্যবসায়ী। গাইবান্ধা থেকে তিনি ট্রাকে করে আমগাছের চারা আনছিলেন। পথে শুক্রবার ভোরে রাজশাহী-ঢাকা মহাসড়কে পুঠিয়ার বানেশ্বর বাজারে ওই ট্রাকটি দাঁড়িয়ে ছিল। এসময় আরেকটি ট্রাক থেমে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই নিহত হন নাসির। তিনি থেমে থাকা ট্রাকটির সামনে বসে ছিলেন। আইনগত প্রক্রিয়া শেষে নিহত দুই ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.