রাজশাহীতে নারী মাদককারবারীর কাছে মাসোহারা চাওয়ায় তোপের মুখে এএসআই

বিশেষ প্রতিনিধি: রাজশাহী নগরীর পাওয়ার হাউজ পাড়ায় পলি নামের এক মাদক কারবারীর কাছে মাসোহারা ঠিক করতে যায় এএসআই কুদ্দুস। এ সময় মাসোহারা দিতে অস্বিকার করে পলি। এতে ক্ষুদ্ধ হয়ে থানায় ধরে নিয়ে যাওয়ার হুমকি দেন ওই এএসআই। বলে তোর কাছে মাদক না পেলেও আটক করে মাদকের মামলা দেবো। এ সময় উভয়ের মধ্যে ব্যপক কথাকাটাকাটি হয়।
ঘটনাটি ঘটে গত রোববার (২০ মার্চ) রাত ৯টার দিকে। পলি ওই এলাকার শামীমের স্ত্রী। তার পিতার নাম মোয়াজ্জেম।
মাদককারবারী পলি সাংবাদিকদের ক্যামেরার সামনে বলেন, আমার কাছে প্রতি মাস হিসেবে টাকা নেওয়ার প্রস্তাব দেন এএসআই কুদ্দুস। তার কথায় রাজি না হলে তিনি আমাকে মাদক না পেলেও আটক করে মাদকের মামলা দেয়ার হুমকি দেন।
এ ব্যাপারে মুঠো ফোনে ফোন দিয়ে জানতে চাইলে এএসআই কুদ্দুস, কথা বলতে রাজি হননি।
জানতে চাইলে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, বিষয়টি আমার জানা নেই। এমন করার কথাও না। রাত ৮টায় তার ডিউটি শেষ করে চলে গেছে। তারপরও খোঁজ নেওয়ার কথা বলেন ওসি।
(ভিডিও লিংক) https://www.youtube.com/watch?v=M_OmLIBgnw8&ab_channel=RajshahirSomoy
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.