BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে পরিত্যক্ত বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে পরিত্যক্ত বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরের শাহ্‌মখদুম থানাধীন সিলিন্দা বটতলা এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে ৩ থেকে ৪ জনের একটি ছিনতাইকারী দল সিলিন্দা বটতলা এলাকায় অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পালানোর সময় তারা এলাকায় অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সন্দেহজনক একটি বস্তু ফেলে যায়।

পরে ডিবি পুলিশের একটি দল স্থানীয় নাইট গার্ডদের সহযোগিতায় আওয়ামী লীগ অফিসের পূর্ব পাশের ফাঁকা স্থানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। এ সময় পিস্তলের সঙ্গে একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়। উদ্ধারকৃত পিস্তলের গায়ে ইংরেজিতে “MADE IN USA”লেখা রয়েছে।

পালিয়ে যাওয়া ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অবসরের ঘোষণা দিলেন ৮ বিশ্বকাপজয়ী কিংবদন্তি হিলি ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে ভবিষ্যতের বাংলাদেশ : প্রধান উপদেষ্টা শিক্ষা শুধু চাকরির জন্য নয়, সৃজনশীল মানুষ গড়ার জন্যও : প্রধান উপদেষ্টা বাগেরহাটে যুবদলের আনন্দ মিছিল বাগেরহাটে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে আটক ইসলামপুরে যমুনার দূর্গম চরাঞ্চলের ভোটকেন্দ্র পরিদর্শনে জামালপুর পুলিশ সুপার কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিবর্তন চাইলে গণভোটে হ্যাঁ বলতে হবে – তথ্য ও সম্প্রচার সচিব সনদ জালিয়াতির অভিযোগে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তা চাকরিচ্যুত হযরত শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে পরিত্যক্ত বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার