রাজশাহীতে ট্রলির ধাক্কায় মাথা থেতলে প্রাণ গেলো কিশোরের!

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারায় খালার বাড়িতে বেড়াতে এসেছিল এরশাদ আলী (১৫)। পায়ে স্কেটিং জুতা লাগিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছিল ওই কিশোর।
শনিবার সকালে ঘুরতে বেরিয়ে ট্রলির ধাক্কায় মাথা থেতলে প্রাণ হারালো ওই কিশোর।
এদিন সকালে উপজেলার ভবানীগঞ্জ-কেশরহাট সড়কে এ রঘটনা ঘটে। নিহত এরশাদ নওগাঁর সদর থানার আরজি নওগাঁর রহিদুল আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে এরশাদ পায়ে স্কেটিং জুতা ও কানে হেডফোন লাগিয়ে বাড়ি থেকে বের হয়। সকাল সাড়ে সাতটার দিকে সে ভবানীগঞ্জ-কেশরহাট সড়কে ওঠে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি এরশাদকে ধাক্কা দেয়। এতে ট্রলির পেছনের চাকায় পিষ্ট হয়ে মাথা থেতেলে ঘিলু বেরিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাক আহম্মেদ বিটিসি নিউজকে বলেন, ওই কিশোরের কানে হেডফোন ছিল। এ কারণে সে বিপরীত দিক থেকে আসা ট্রলির শব্দ শুনতে পারেনি বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পরই ওই ট্রলির চালক পালিয়েছে। তবে কিশোরের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা রুজু হয়েছে বলেও জানান ওসি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.