রাজশাহীতে করোনা যোদ্ধাদের উৎসাহ প্রদানে গণতালি কর্মসূচী

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে সম্মুখসারির করোনা যোদ্ধাদের উৎসাহিত করতে ব্যতিক্রমধর্মী গণতালি কর্মসূচী অব্যাহত রেখেছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় নগরীর ঐতিহাসিক ভুবনমোহন পার্কে অন্যান্য দিনের ন্যয় বিভিন্ন স্লোগানে করতালী ও পথসভার মাধ্যমে চিকিৎসক, নার্স, সাংবাদিক, পুলিশসহ ফ্রন্টলাইনারদের উৎসাহ প্রদান করা হয়।

এ সময় রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার পরিচালনায় কর্মসূচিতে অংশ নেন-নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক নূরে ইসলাম মিলন, স্মৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক আসাদুল হক দুখু, কোষাধ্যক্ষ কাজী হান্নান তংকু, করোনা জয়ী সাংবাদিক আমানুল্লাহ আমান, স্মৃতি পরিষদের সম্মানিত সদস্য শরিফ, রাকিবুল হাসান শুভ প্রমুখ।

পথসভা শেষে এক মিছিলের মধ্য দিয়ে কর্মসূচী সমাপ্ত করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি সাইদুর রহমান। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.