রাজশাহীতে করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে রেড ক্রিসেন্টের অর্থ বিতরণ অব্যহত

প্রেস বিজ্ঞপ্তি: আজ সোমবার সকালে তানোরের কামারগাঁ ইউনিয়ানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী জেলা ইউনিট করোনাকালীন ক্ষতিগ্রস্ত ১৯২ জন উপকার ভোগীকে নগদ ২৫০০/- টাকা প্রদান করেছে। বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে এই নগদ অর্থ বিতরন করা হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিট ও রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সদর দপ্তরের ম্যানেজিং বোর্ডের সদস্য প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে অর্থ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের সেক্রেটারী মোঃ শফিকুজ্জামান শফিক, কার্য নির্বাহী কমিটির সদস্য মীর তৌফিক আলী ভাদু, মোঃ সামাউন ইসলাম, কামারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোসলেম আলী প্রামাণিক।
উল্লেখ, গততাল রোববার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিট গোদাগাড়ী উপজেলায় করোনায় ক্ষতিগ্রস্থ ১৯২ জন উপকার ভোগীকে নগদ ২৫০০ টাকা প্রদান করেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.