রাজশাহীতে ঐতিহাসিক বাবলাবন গণহত্যা দিবস পালিত


প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহীতে ঐতিহাসিক বাবলাবন গণহত্যা দিবস পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও বিকেলে স্মরণ সমাবেশের মধ্য দিয়ে এ দিবস পালন করা হয়।
বিকেলের সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সাইদুর রহমান।
সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জুলফিকার, রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি আবু সালেহ মো. ফাত্তাহ,জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, ক্রীড়া সংগঠক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে বাংলাদেশ। ১৯৭১ সালের ২৫ নভেম্বর রাজশাহীতে স্বাধীনতাকামী সতের জনকে পাকিস্তানী হানাদার বাহিনী তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে। বিজয়ের পরপর ৩১ ডিসেম্বর পদ্মাচর শ্রীরামপুর বাবলাবন এলাকা থেকে তাদের দঁড়িতে বাঁধা লাশ উদ্ধার করা হয়।
অথচ রাষ্ট্রীয়ভাবে কোনো কর্মসূচি নেই এ দিবস পালনে। যে কারণে প্রকৃত ইতিহাস ভুলে যাচ্ছে তরুণ প্রজন্ম। এছাড়া একটি মহল অপতৎপরতা চালাচ্ছে দেশের বিরুদ্ধে।
স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুকে নিয়েও কটূক্তি করছে তারা। দেশে থাকার কোনো অধিকার নেই তাদের। এছাড়া এ ধরণের দু:সাহকারীরা ছাড়াও তাদের প্রশ্রয়দাতাদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেয়া উচিত।
বার্তা প্রেরক: আমানুল্লাহ আমান, প্রচার সম্পাদক, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ও সদস্য, রাজশাহী প্রেসক্লাব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.