রাজশাহীতে উদয়নের প্রতিষ্ঠাতা আবুল হোসেনের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ন এর প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজসেবক,সাবেক স্বাস্থ্য পরিদর্শক আলহাজ্ব মোঃ আবুল হোসেন (৭৯) ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহী ওয়াইন্নাইলাইহি রজিউন)।

গত বৃহস্পতিবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

গতকাল শুক্রবার বেলা ১১টায় নিজ গ্রামে তার জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুম আবুল হোসেন রাজশাহীর বাঘা উপজেলার মশিদপুর গ্রামের  মরহুম তাপু সিপাহির ছেলে।
তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে যান।

বিশিষ্ট এই সসমাজসেবকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জনপ্রিয় অনলাইন পত্রিকা বিটিসি নিউজ ডট কম।তাছাড়া,বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন,প্রেসক্লাব ও বিশিষ্টজনেরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

আলহাজ্ব আবুল হোসেন ১৯৭২ সালে জনগণের কল্যাণার্থে স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ন প্রতিষ্ঠা করেন। এবং তিনিই সেটির প্রথম সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি আমানুল্লাহ আমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.