রাজবাড়ীতে ট্রেন-নসিমন সংঘর্ষে নিহত ৩, আহত ৮

 

রাজবাড়ী প্রতিনিধি: আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনের সঙ্গে ইঞ্জিনচালিত নসিমনের সংঘর্ষে তিনজন নিহত ও আটজন আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে

নিহতরা হলেন,বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের শহিদ শেখের ছেলে সরোয়ার শেখ (২২), একই গ্রামের এলেম সরদারের ছেলে ইমরান সরদার (২২) ও তুলশী বরাট গ্রামের শুকুর আলীর ছেলে শাকিল শেখ (২০)।

জানা যায়, গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় যাওয়ার পথে ১২৩নং আপ ট্রেনের সঙ্গে নলিয়া জামালপুর স্টেশনের অদুরে শুলাকুড়া একটি নছিমনের ধাক্কা লাগে। এতে ট্রেনের নিচে পড়ে নছিমনের তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ৮ জন।

বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হোসেন বিটিসি নিউজ রাজবাড়ী প্রতিনিধিকে বলেন, নিহত ও আহতরা সবাই মধুখালীর আশাপুরের রাজ্জাক খান জুট মিলের শ্রমিক। তাদের সবার বাড়ি বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া ও তুলশী বরাট গ্রামে।

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.