রাজধানীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ

ঢাকা প্রতিনিধি: যশোর জেলা যুবদলের সহ-সভাপতি বদিউজ্জামান ধনিকে হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করছে সংগঠনটি।
শনিবার (১৬ জুলাই) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ শুরু হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদল এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে।
এর আগে সকাল ৯টা থেকে ঢাকা উত্তর ও দক্ষিণের বিভিন্ন থানা-ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন।
বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের থাকার কথা রয়েছে। এছাড়াও সমাবেশে যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান এবং সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত রয়েছেন।
সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টন। সঞ্চালনায় আছেন ঢাকা উত্তর যুবদলের সদস্য সচিব মোস্তফা জগলুল পাপেল এবং দক্ষিণের সদস্য সচিব খন্দকার এনামুল হক এনাম।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: মাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.