রাজধানীতে বিদেশী মদ-বিয়ারসহ তিন মাদক কারবারি গ্রেফতার

ক্রাইম (ঢাকা) রিপোর্টার: রাজধানীর বনানী এলাকা থেকে বিদেশী মদ ও বিয়ারসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
গ্রেফতাররা হলেন: রিপন (৩৫), সোহেল রানা (২০) ও ইকবাল হোসেন (৪০)।
আজ বুধবার (১৬ মার্চ) রাতে র‌্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ বিটিসি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

jagonews24

সহকারী পুলিশ সুপার নোমান আহমদ বলেন, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৩৬ বোতল বিদেশী মদ, ১ হাজার ২৮৪ ক্যান বিয়ার, একটি প্রাইভেটকার, চারটি মোবাইল ও নগদ দুই হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
তিনি বলেন, বনানী থানার মহাখালী আমতলী নিউ বিমানবন্দর রোড মার্কেন্টাইল ব্যাংকের সামনে প্রাইভেটকারে বিপুল পরিমাণ বিদেশি মদসহ মাদক কারবারিরা অবস্থান করছে বলে জানা যায়। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
জব্দ করা মাদকদ্রব্য ও গ্রেফতারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ক্রাইম (ঢাকা) রিপোর্টার স্বপন বালমেকী / ঢাকা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.