রাজধানীতে বিএনপির গণঅবস্থান

ঢাকা প্রতিনিধি: রাজধানীর নয়াপল্টনে বিএনপির গণঅবস্থান শুরু হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কোরআন তেলাওয়াত ও দলীয় সংগীতের মধ্যদিয়ে এ কর্মসূচি শুরু হয়। চলবে দুপুর দুপুর ২টা পর্যন্ত।
গণঅবস্থানে অংশ নিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন নেতা-কর্মীরা। সকাল থেকেই ভিড় জমতে থাকে নেতা-কর্মীদের।
ঢাকাসহ সব বিভাগীয় শহরে একযোগে ৪ ঘণ্টার গণঅবস্থানে বিএনপির সঙ্গে মাঠে আছে সমমনা ৫৩ রাজনৈতিক দল ও সংগঠন। এর মধ্যে রাজধানীর ৭ স্থানে গণঅবস্থান করছে দলগুলো।
নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপি, জাতীয় প্রেস ক্লাবের দুই প্রান্তে সাতদলীয় জোট ‘গণতন্ত্র মঞ্চ ও বাম গণতান্ত্রিক ঐক্যজোট, বিজয়নগরে পানির ট্যাংকের পাশে ১২-দলীয় জোট, তেজগাঁও এফডিসি-সংলগ্ন অলি আহমেদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও গণফোরাম আরামবাগে অবস্থান নিয়েছে।
এদিকে, জামায়াতে ইসলামী গণঅবস্থান না করে দেশের সব মহানগরে আলোচনা সভা করবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.