রাজধানীতে ‘নেওলাইফ’ এমএলএম কোম্পানী’র ৩ কর্মকর্তা গ্রেফতার

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: এমএলএম ব্যবসায়ের নামে প্রতারণার অভিযোগে ‘নেওলাইফ গ্লোবাল প্রাইভেট লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের এমডিসহ ৩ জন কর্মকর্তাকে গ্রেফতার করেছে সিআইডি।
আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে রাজধানীর সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক। গতকাল বুধবার (১৭ মার্চ) রাজধানীর মালিবাগ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: নেওলাইফ গ্লোবাল প্রাইভেট লিমিটেডের এমডি ও সিইও নুরুল আমিন (৪০), ফিন্যান্স ডিরেক্টর রিয়াজউদ্দিন (৩৫), হেড অফ মার্কেটিং মঞ্জুরুল ইসলাম রাসেল (৩৫)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিষ্ঠানটি এক বছরের বেশী সময় ধরে এমএলএম ব্যবসা করে আসছে। প্রতারক চক্রগুলো দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সেমিনারে ঘোষণা করে ৪০ লক্ষ টাকার পণ্য কিনতে পারলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি গাড়ি দেওয়া হবে, বলে প্রলোভন দেখায়। এছাড়া ১ কোটি ৩৫ লক্ষ টাকার পণ্য কিনলে ডায়মন্ড পদবী দেওয়া হবে বলে জানায়। এতে প্রতিমাসে চার থেকে ৫ লক্ষ টাকা উপার্জন করা যাবে বলে জানায়। এভাবেই শতশত ব্যক্তির কাছ থেকে ডায়মন্ড পদবী দেওয়ার কথা বলে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয় চক্রটি। এক সময় কোম্পানীর ওয়েবসাইট থেকে সকল তথ্য মুছে দেয় তারা। এর প্রেক্ষিতে ভুক্তভোগীরা অভিযোগ করলে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানা যায়।
সিআইডির বিশেষ পুলিশ সুপার সাইদুর রহমান খান বলেন, ‘এই প্রতারক চক্রটি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতারণা করে আসছিল। যে কারণে তাদেরকে শনাক্ত করা কিছুটা বেগ পেতে হয়। এই প্রতারক চক্রের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা হয়েছে।’
এক প্রশ্নের জবাবে সিআইডির অতিরিক্ত ডিআইজি মাসুদ উল হাসান বলেন, ‘অপরাধের সংশ্লিষ্টতা পাওয়ায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এই চক্রটি ৩০ টাকা দরে মাগুরা থেকে মাশরুমের পণ্য গ্রাম্য ডাক্তার দিয়ে প্রস্তুত করে প্রতি ফাইল এক হাজার ৫৬০ টাকা দরে ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে বিক্রয় করতো। প্রতারণার অন্যতম কৌশল ছিল মাশরুম বিক্রয়।’
তিনি আরও জানান, ‘তারা অনুমতি ছাড়া প্রতিষ্ঠানটি পণ্য বিক্রির আড়ালে ভয়ঙ্কর প্রতারণা চক্র গড়ে তোলে। এই বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে, তদন্ত চলছে। ’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.