রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে নৌকাডুবিতে নিহত ৫

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই হ্রদে দুইটি বোটের মুখোমুখি সংঘর্ষে শিশু-নারীসহ পাঁচ জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

পুলিশ জানায়, আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) রাঙ্গামাটির ঝুলন্ত সেতু থেকে সুবলং যাওয়ার পথে ডিসি বাংলো এলাকায় পর্যটকবাহী একটি নৌকা ডুবে যায়।

খবর পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে নামেন। পরে তাদের সঙ্গে যোগ দেন ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। পরবর্তীতে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়। তারা চট্টগ্রাম প্যাসিফিক জিন্স গার্মেন্টসের কর্মী বলে জানা গেছে।

রাঙামাটি সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. শওকত আকবর বিটিসি নিউজ এর প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে কাপ্তাই চন্দ্রঘোনা ইউনিয়নের কয়লার ডিপো এলাকায় কর্ণফুলী নদীতে ইসকনের নৌকা ডুবে তিনজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। সেখানে উদ্ধার অভিযান চলছে। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.