রাউজান পূর্ব গুজরায় ফ্রাইডে স্কুলে শিক্ষা সামগ্রী প্রদান

চট্টগ্রাম ব্যুরো: রাউজানে ১০নং পূর্বগুজারা ইউনিয়নের খ্যাতি পাড়ায় বোধিপাল আন্তর্জাতিক বিদর্শন ভাবনা পরিচালক প্রয়াত সাধক ইন্দ্রশোক বড়ুয়া ও প্রয়াতা সাধিকা ছায়ারাণী বড়ুয়া’র পুণ্য স্মৃতি স্মরণে খ্যাতি পাড়া সমাদর ক্লাব কতৃর্ক প্রতিষ্ঠিত সমাদর ক্লাব ফ্রাইডে ধাম্মা স্কুলে ৪র্থ বার্ষিক শিক্ষা সামগ্রী বিতরণ ও সম্মাননা অনুষ্ঠান আজ ১২ জানুয়ারী শুক্রবার সকালে মানিক বিহার প্রাঙ্গনে সংগঠনের সভাপতি সাধক কিরণ বড়ুয়ার সভাপতিত্বে ও সংগঠনের সহ—সম্পাদক সাংবাদিক সঞ্জয় বড়ুয়া মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে আশীর্বাদক ছিলেন সমাদর ক্লাবের প্রধান উপদেষ্টা সদ্ধর্মসারথী সুমনবংশ মহাথের।
প্রধান অথিতি ছিলেন পূর্বগুজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুবিনা ইয়াছমিন রুজি।
উদ্বোধক ছিলেন বিশিষ্ট সমাজ সেবক সাধক স্বপন বিকাশ বড়ুয়া।
প্রধান আলোচক ছিলেন দৈনিক ভোরের কাগজের রাউজান প্রতিনিধি, সাংবাদিক এম. রমজান আলী।
বিশেষ অতিথি ছিলেন পূর্বগুজরা সাবেক ইউপি ইউপি সদস্য চন্দ্র সেন বড়ুয়া, সমাদর ক্লাবের সাধারণ সম্পাদক সুলভ বড়য়া, রাউজান প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক রতন বড়ুয়া, সাংবাদিক মিলন বৈদ্য শুভ, রণি বড়ুয়া, প্রণয় বড়ুয়া বাদশা, অজয় বড়ুয়া, রুপন বড়ুয়া, সংবর্ধিত অতিথি ছিলেন ফ্রাইডে স্কুলের ধর্মীয় শিক্ষক বিজয় বড়ুয়া।
আরও উপস্থিত ছিলেন রতন বড়ুয়া, নয়ন বড়ুয়া প্রমূখ। সভা শেষে ফ্রাইডে ধাম্মা স্কুলের ক্ষুধে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. . জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.