রসুন গাছের সাথে এ কেমন শত্রুতা


নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের তেলটুপি গ্রামে বড় ভাই ফজলুর বাড়িতে দুই ছেলে নিয়ে একটি ছাপরার নিচে বাস করেন স্বামী পরিত্যক্তা ভূমিহীন বিজলী খাতুন (৪০)। দিনমজুরী করে জীবন চলে তার।

প্রতিবেশি গোলাম রাব্বানীর দশ কাঠা জমি বর্গা নিয়ে রসুন চাষ করেছে বিজলী। তার সাথে দরিদ্র লালু মিস্ত্রী ১০ কাঠা, এরশাদ আলী ১২ কাঠা ও সুলতান মিয়া এক বিঘা ৩ কাঠা জমিতে রসুনের চাষ করেছে। বাম্পার ফলনও হয়েছে। কয়েকদিন পরেই তারা ঘরে তুলবে এলাকার ‘হোয়াইট গোল্ড’ খ্যাত রসুন।

কিন্তু তাদের রসুনের সাথে শত্রুতা করে গত রবিবার রাতে আগাছানাশক স্প্রে করা হয়েছে। ধুলিসাৎ করে দেয়া হয়েছে তাদের স্বপ্ন। রসুনের গাছগুলো ক্রমশ পুড়ে যাচ্ছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। সজিব, রহিমসহ এলাকাবাসী এর তদন্তপূর্বক সুবিচার দাবি করেছেন।

জমির মালিক গোলাম রাব্বানী বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, ফসল পুড়িয়ে অসহায় বর্গাচাষীদের পথে বসানো হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল করিম দুঃখ প্রকাশ করে বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, কারা এ সর্বনাশ করেছে তা বলতে পারব না। তবে ক্ষতিগ্রস্থদের আগামীতে কৃষি প্রণোদনা দেয়া হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.