রয়ের রেকর্ড সেঞ্চুরিতে ম্লান বাবরের শতক

বিটিসি স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগে (পিসিএলে) জেসন রয়ের নৈপুণ্যে ইতিহাস গড়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। ৪৮৩ রানের হাইস্কোরিং ম্যাচে পেশোয়ার জালমিকে ৮ উইকেটে হারিয়েছে মোহাম্মদ নাওয়াজের দলটি। সেই সাথে মাইলফলক তৈরি করেন জেসন রয়। অপরাজিত ১৪৫ রান করে পিএসএল ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ডটি নিজের দখলে নিয়েছেন এই ইংলিশ ব্যাটার।
টস জিতে আগে ব্যাট করতে নেমে পেশোয়ারের দুই ওপেনার সাইম আইয়ুব ও বাবর আজম স্কোরবোর্ডে যোগ করেন ১৬২ রান। ৩৪ বলে ৬ চার ৫ ছক্কায় ৭৪ রান করে আইয়ুব আউট হলে ভাঙে জুটি। তবে অন্য প্রান্তে সেঞ্চুরির দেখা পান বাবর। ক্যারিয়ারের ৮ম সেঞ্চুরি তুলে নিয়ে রান আউট হন। ৬৫ বলে ১৫ চার ৩ ছক্কায় ১১৫ রান করে সাজঘরে ফেরেন পাকিস্তানের এই অধিনায়ক। ক্রিস গেইলের পর অ্যারন ফিঞ্চ, মাইকেল ক্লিঙ্গার ও ডেভিড ওয়ার্নারের সাথে যৌথভাবে সর্বোচ্চ টি-টোয়েন্টি সেঞ্চুরির মালিক এখন বাবর।
আইয়ুব-বাবরের পর ঝড় তোলেন রভম্যান পাওয়েলও। ১৮ বলে ৩৫ রানের ক্যামিও ইনিংস খেলেন এই ক্যারিবিয়ান ব্যাটার।
২৪১ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে ৪১ রানেই ওপেনার মার্টিন গাপটিলের উইকেট হারায় কোয়েটা। ৮ বলে ২১ রানের ক্যামিও ইনিংস খেলেন এই কিউই। এরপর উইল স্মিডকে নিয়ে জেসন রয় ১০৯ রানের জুটি গড়েন। যেখানে স্মিড করেন ২২ বলে ২৬ রান।
স্মিডের বিদায়ের পর মোহাম্মদ হাফিজকে নিয়ে অবিচ্ছেদ্য জুটিতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রয়। ৪৪ বলে ছুঁয়েছেন সেঞ্চুরি যা পিএসএল ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৬৩ বলে ২০ চার ৫ ছক্কায় ১৪৫ রানে। যা পিএসএলে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস।
রয়ের সঙ্গী হাফিজ অপরাজিত ছিলেন ১৮ বলে ৬ চার ২ ছক্কায় ৪১ রানে। দুই দল মিলে এ দিন স্কোরবোর্ডে তোলে ৪৮৩ রান। যা পিএসএলের এক ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগের রেকর্ড ছিল ২০২১ সালে ইসলামাবাদ ইউনাইটেড ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ৪৭৯ রান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.