রবিবার থেকে নতুন পদ্ধতিতে ইতালির ভিসা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আগামী রবিবার (৩১ মার্চ) থেকে ইতালিতে কাজের ভিসার আবেদনের জন্য বিনামূল্যে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে। নতুন পদ্ধতিতে অনলাইনেই করা যাবে বুকিং।
শুক্রবার (২৯ মার্চ) ঢাকার ইতালি দূতাবাস এ তথ্য জানিয়েছে।
ইতালির ভিসা আবেদনের সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল জানিয়েছে, আগামী ৩১ মার্চ থেকে আবেদনকারীরা তাদের ভিসা জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। এটি করার জন্য তাদের বিবরণসহ work.appointment@vfsglobal.com ঠিকানায় শুধুমাত্র একটি ইমেল পাঠাতে হবে।
ভিসা আবেদনের জন্য ভিএফএস গ্লোবাল যেসব নির্দেশনা দিয়েছে, সেগুলো হলো:
১. একজন আবেদনকারী শুধুমাত্র একটি ই-মেইল পাঠাতে পারবেন।
২. একটি ই-মেইল এবং মোবাইল নম্বর শুধুমাত্র একজন আবেদনকারীর জন্য গ্রহণযোগ্য।
৩. একই ই-মেইল আইডি থেকে প্রাপ্ত একাধিক আবেদন বা একই মোবাইল নম্বর স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হবে।
৪. অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দ করা হবে আগে এলে আগে পাবেন ভিত্তিতে ই-মেইল আসার ক্রম অনুসারে।
৫. আগামী ৩০ দিনের মধ্যে নুল্লাওস্তার মেয়াদ শেষ হচ্ছে এমন আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৬. যেসব আবেদনকারীর বৈধ ও যাচাইকৃত নুল্লাওস্তা নেই তাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দ করা হবে না। এই ক্ষেত্রে, আবেদনকারীদের স্পষ্টীকরণের জন্য ইতালিতে তাদের নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।
৭. ভুল তথ্য শেয়ার করার ফলে যাচাইকরণ ব্যর্থ হতে পারে এবং এর ফলে অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাখ্যান হতে পারে।
৮. জাল বা ভুয়া তথ্য পেলে তা পুলিশকে জানানো হবে।
ভিএফএস গ্লোবাল জানিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট বুক করতে কেউ অর্থ চাইলে সেটা বিশ্বাস করা যাবে না। সন্দেহজনক কিছু দেখলে তা অবিলম্বে ভিএসএফ গ্লোবাল এবং ঢাকার ইতালির দূতাবাসে রিপোর্ট করতেও অনুরোধ করা হয়েছে।
এর আগে ইতালি ভিসার জটিলতা এড়াতে ভিসা আবেদনের সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবালকে নতুন এই বুকিং পদ্ধতি চালু করার নির্দেশনা দিয়েছিল ঢাকার দেশটির দূতাবাস। সে অনুযায়ী ভিএফএস গ্লোবাল ভিসা অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে এই নতুন উদ্যোগ নেয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.