রক্তদান শিবিরের মধ্য দিয়ে উদ্বোধন হল নদীয়ায় নবদ্বীপে “দি নবদ্বীপ প্রেস ক্লাবের” (ভিডিও)

নদীয়া (ভারত) প্রতিনিধি: বিশ্ব জননী মাদার টেরেসার ১১১ তম জন্মদিন দিনটিকে স্মরণীয় করে রাখতে নদীয়ায় নবদ্বীপ শহরে সাংবাদিকদের সংগঠন “দি নবদ্বীপ প্রেস ক্লাবের” শুভ উদ্বোধনের দিনে রক্তদান শিবির ও সমাজের কোভিড যোদ্ধাদের সন্মান জ্ঞাপন অনুষ্ঠান, অনুষ্ঠিত হল আজ বৃহস্পতিবার (২৬শে আগষ্ট)।
এদিন নবদ্বীপ শহরের ২০নং ওয়ার্ডে একটি হলে এই অনুষ্ঠানের আয়োজন করে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপ বিধানসভার বিধায়ক পুন্ডরি কাক্ষ সাহা, রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, নবদ্বীপ শহরের বিশিষ্ট সমাজ সেবি, শিক্ষক শ্যামাপ্রসাদ পাল, সর্ব ভারতীয়, শিল্পী সংসদের সভাপতি সিদ্ধার্থ নস্কর সর একাধিক বিশিষ্ট ব্যক্তি বর্গ।
প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা।
এদিনে নবদ্বীপ শহরের একাধিক সামাজিক সংগঠন, ডাক্তার,দমকল সহ নবদ্বীপ ব্লাড বংক কতৃপক্ষ দের করোনা যোদ্ধা স্মারক দিয়ে সম্নানিত করা হয়।
এদিন নবদ্বীপ ব্লাড বংকের তরফে উপস্থিত বাবর আলি সেখ দি নবদ্বীপ প্রেস ক্লাবের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলপন আগামী দিনে এধরণের ক্যম্প যাতে আরও করা যায় সে বিষয়ে তারা তাদের সাধ্য মত সহায়তা করবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর নদীয়া (ভারত) প্রতিনিধি গোপাল বিশ্বাস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.