রংপুর-৩ জাতীয় পার্টিকে ছেড়ে দিতে পারে আ: লীগ : ওবায়দুল কাদের

ফাইল ছবি

ঢাকা প্রতিনিধি:  আ: লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রংপুর-৩ আসন জাতীয় পার্টিকে ছেড়ে দেয়ার বিষয়টি বিবেচনায় আছে। আমরা মাঠপর্যায় পর্যবেক্ষণ করছি, এরপর সিদ্ধান্ত নেব।

আজ সোমবার বিআরটিসির চলমান এবং ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনা ও মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন আ: লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, বিআরটিসিতে দুর্নীতিবাজ কর্মকর্তার প্রয়োজন নেই। অপরাধের সাথে জড়িত যে কোন ব্যক্তি দলের ভেতরে যত প্রভাবশালীই হোক, তাকে কোন ছাড় দেয়া হবে না। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, নেতাকর্মীদের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে প্রধানমন্ত্রীর নিজস্ব সংস্থার পাশাপাশি বিভিন্ন সংস্থার প্রতিবেদনও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.