রংপুর মহানগর জাতীয় শ্রমিকলীগের উপ কমিটি গঠন

রংপুর ব্যুরো: রংপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের ১১ সদস্যের উপ-কমিটি ও ৭১ সদস্যেরে জাতীয় যুব শ্রমিক লীগের কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর জাহাজ কোম্পানী মোড়ের চাউল আমোদ সড়কের দলীয় কার্যালয়ে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রংপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের সভাপতি রুস্তম আলীর সভাপতিত্বে আলোচনা সভা শেষে উপ-কমিটি ঘোষনা দেন প্রধান বক্তা ও সাধারণ সম্পাদক এম এ মজিদ।

১১ সদস্য বিশিষ্ট জাতী শ্রমিক লীগের উপ-কমিটির নেতৃবৃন্দ হলেন, সিটি কাউন্সিলর রহমত উল্লাহ বাবলা, কাউন্সিলর মাহাবুর মোরশেদ শামীম, শমসের আলী, আব্দুস সালাম, নাসিম উদ্দিন, আমিনুল ইসলাম নয়ন, আব্দুর রশিদ রতন, নাজনীন নাহার, শুকতারা বেগম, শারমিন আখতার শিমু, সুমি আক্তার। অন্যদিকে ৭১ সদস্য মহানগর জাতীয় যুব শ্রমিক লীগের সভাপতি নুরুজ্জামান দিপু ও সাধারণ সম্পদক শাহ মোঃ পারভেজ হোসেন পলাশ ।

আলোচনা সভা শেষে মহানগর জাতীয় শ্রমিক লীগের সহ সাংগঠনিক সম্পাদক (সিবিএ) নেতা মরহুম আব্দুল মান্নানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.