আন্দোলন নবম দিনে পদত্যাগ দাবিতে উপাচার্যের কুশপুত্তলিকা দাহ

বশেমুরবিপ্রবি প্রতিনিধি:  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ৯ম দিনের মতো অবস্থান কর্মসূচি অব্যাহত আছে।  আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপাচার্যের (ভিসির) কুশপুত্তলিকা দাহ করে আন্দোলনরত শিক্ষার্থীরা।
উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তার পদত্যাগের।এক দফা দাবিতে বিভিন্নধরনের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, বিকেল ৫টায় ভিসিকে লাল কার্ড প্রদর্শন এবং রাত ৮টায় মশাল মিছিল অনুষ্ঠিত হবে।
শিক্ষার্থীরা আরও জানায়, একমাত্র ভিসির অপসারণ হলেই আন্দোলন থেকে সরে যাবেন শিক্ষার্থীরা। তা না হলে আন্দোলন চলতেই থাকবে।
গতকাল বৃহস্পতিবার আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও প্রশাসন কর্তৃক দায়িত্ব অবহেলার প্রতিবাদে  প্রশাসনিক সকল দায়িত্ব পদ থেকে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়টির সহকারী প্রক্টর ড. মো. তরিকুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর লিখিতভাবে পদত্যাগ পত্র জমা দেন। একই কারণে গত শনিবার
পদত্যাগ পত্রে ড. মো. তরিকুল ইসলাম বলেন,  একজন সহকারি প্রক্টর হিসেবে আমার সমতুল্য শিক্ষার্থীদের উপর হামলা ও প্রশাসন কর্তৃক দায়িত্ব অবহেলার প্রতিবাদে প্রশাসনিক সকল দায়িত্ব পদ থেকে পদত্যাগ করেছি।
বিশ্ববিদ্যালয়টির সাবেক সহকারী প্রক্টর হুমায়ুন কবির আন্দোলনকারী শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হয়ে পদত্যাগের ঘোষণা দেন।
এদিকে গত বুধবার রাতে ব্যক্তিগত কারণ দেখিয়ে আরেক সহকারী প্রক্টর ড. মো. নাজমুল হক পদত্যাগ করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বশেমুরবিপ্রবি প্রতিনিধি শাফিউল কায়েস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.