রংপুর মহানগরীর গনেশপুরে দুই শিক্ষার্থীর রহস্যজনক মত্যু (ভিডিও)

রংপুর প্রতিনিধি: রংপুর মহানগরীর গণেশপুর থেকে চাচাতো দুই বোনের মরদেহ উদ্ধার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিক নিজ বাড়ি থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে  জানা যায়, এলাকার মাসুদুর রহমানের মেয়ে এসএসসি পরীক্ষার্থী মাইয়া আক্তার মীম ও মমিনুল ইসলামর মেয়ে নবম শ্রেনীর ছাত্রী জানাতুল মাওয়া তারা দুজনেই চাচাতো বোন।
প্রত্যক্ষদর্শীরা বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানায়, দুপুরে মীমও মাওয়ার দাদী অনেক ডাকাডাকি করে কান সাড়া না পাওয়ায় তাদের সন্দেহ হয়। পরে এলাকাবাসীর সহযোগিতায় ঘরের দরজা ভেঙ্গে দেখা যায় সুমাইয়া আক্তার মীমের মরদহ ঘরের ভেতর ফ্যানর সঙ্গে ঝুলন্ত আর তার চাচাতো বােন জানাতুল মাওয়ার মরদেহ পাশের ঘরের মেঝের ওপর পড়েছিল ।
তবে এ ঘটনায় রংপুরমেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের উপ সহকারী পুলিশ কমিশনার কাউসার বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, এই হত্যাকাণ্ডটি আত্মহত্যা না হত্যা সেটির রহস্য উদঘাটনে তারা কাজ করছে, ইতিমধ্যে দেহ দুটিকে ময়নাতদন্তে নেওয়া হয়েছে দ্রুত এর রহস্য উদঘাটন করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.