রংপুরে সাংবাদিক সাহানুরের ওপর হামলা বিএমএসএফ’র নিন্দা প্রতিবাদ

রংপুর প্রতিনিধি: অনলাইন নিউজ পোর্টাল রংপুর সংবাদের উপদেষ্টা সম্পাদক ও দৈনিক নওরোজের রংপুর জেলা প্রতিনিধি সাংবাদিক সাহানুর রহমানের উপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে।
এ ঘটনায়  তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষি সেই দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।
এক বিবৃতিতে সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেন, সাংবাদিকরা পৈত্রিক সম্পত্তি রক্ষায় মার খাচ্ছেনা। সাংবাদিকরা আজ রাষ্ট্রীয় সম্পদ লুটপাটকারী, দূর্ণীতিবাজদের চক্ষুশূল। চলমান ত্রান বিতরণকালে চাল চোরদের হামলায় শতাধিক সাংবাদিক মামলা-হামলার শিকার। রাষ্ট্রযন্ত্র দ্বারাও সাংবাদিকরা ক্ষতিগ্রস্থ হচ্ছে।
রংপুরে সাংবাদিকের ওপর হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের শাসন প্রতিষ্ঠার দাবি করা হয়।
পাশাপাশি রংপুর বিএমএসএফ’র তৎকালীন সদস্যসচিব মশিউর রহমান উৎস হত্যার দ্রুত বিচার সম্পন্নেরও দাবি করা হয়েছে। গত ২০১৬ সালের ২৩ ডিসেম্বর রাতে পেশাগত দায়িত্বপালন শেষে বাসায় ফেরার পথে সন্ত্রাসিরা তাকে এলোপাথারি কুপিয়ে হত্যা করে। মামলাটির বিচার এখনও সম্পন্ন হয়নি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.