রংপুরে মুক্তিযুদ্ধকালীন পরিত্যক্ত বোমা উদ্ধার করেছে পুলিশ

কর্মরত শ্রমিকরা বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ফয়জার রহমানকে জানালে তিনি মিঠাপুকুর থানা পুলিশকে অবহিত করেন।
বিকেলে মিঠাপুকুর থানার এস আই সিদ্দিক মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে সেল বোমটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ জাফর আলী বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানায়, ধারনা করা হচ্ছে, উদ্ধারকৃত সেল বোমটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ের পাকিস্তানী হানাদার বাহিনীর ছোড়া সেল বোম। সেল বোমাটি নির্দিষ্ট স্থানে সংরক্ষনের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত প্রাথমিকভাবে মিঠাপুকুর থানা পুলিশের হেফাজতে রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.