রংপুরে মাল্টিমিডিয়ায় হজ্ব প্রশিক্ষন কর্মশালা

রংপুর ব্যুরো: রংপুরে শুরু হয়েছে মাল্টিমিডিয়ার মাধ্যমে হজ্ব গমনেচ্ছুকদের জন্য প্রশিক্ষন কর্মশালা। জেলা হাজী কল্যান সংস্থার আয়োজনে আজ শনিবার জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে এই কর্মশালা শুরু হয়।

সকালে কর্মশালার উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ। সংস্থার সভাপতি প্রফেসর মোঃ শাহজাহান এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সংস্থার উপদেস্টা আলহাজ্ব এমদাদ হোসেন, রংপুর মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. মোঃ মাহফুজার রহমান, ইসলামী ব্যাংক রংপুর শাখার ব্যবস্থাপক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রেজাউল ইসলাম, আজাদ হোমিও হলের স্বত্বাধিকারী আখতার হোসেন বাদল ও আজিজুর রহমান চৌধুরী বাচ্চু, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি প্রমুখ।

কর্মশালায় প্রশিক্ষন প্রদান করেন অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, চিকিৎসা বিষয়ক পরামর্শ প্রদান করেন দেশ ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক সামসুজ্জামান সরকার। কর্মশালাটি পরিচালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক তানবীর হোসেন আশরাফী। কর্মশালায় হজ্ব গমনেচ্ছুক এক হাজার ৮০০ মহিলা ও পুরুষ মুসল্লী অংশ নেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.