রংপুরে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে লাঠিচার্জ, আহত-১০

রংপুর প্রতিনিধি: রংপুরে বাম গণতান্ত্রিকজোটের মিছিলে পুলিশের লাঠিচার্জে ১০ নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৫ নভেম্বর) বিকালে প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে সরকারের পদত্যাগ, নিরপেক্ষ তদারকি সরকার গঠন, ঘোষিত একতরফা তফসিল বাতিল, দমন-পীড়ন ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন জোটের নেতারা।
মিছিলটি সুপার মার্কেট অতিক্রম করলে পুলিশ ব্যানার কেড়ে নিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে।
জোটের আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলু বলেন, লাঠিচার্জে জোটের নেতা ও বাসদের রংপুর জেলার আহ্বায়ক কমরেড আব্দুল কুদ্দুস, কমিউনিস্ট পার্টির রংপুর জেলা সভাপতি কাফি সরকার, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রংপুর জেলার আহ্বায়ক সাজু বাসফোরসহ ১০ নেতাকর্মী আহত হয়েছেন।
তিনি বলেন, সব গণতান্ত্রিক আন্দোলনকে সরকার পেটোয়া বাহিনী পুলিশ দিয়ে দমন করছে। আজকের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠিচার্জ করে আমাদের নেতাকর্মীদের আহত করেছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, তারা বিনা অনুমতিতে মিছিল বের করে নগরীতে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছিল। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.