রংপুরে জেএমবির ২ সদস্য গ্রেফতার

রংপুর ব্যুরো: রংপুর সদর উপজেলার পালিচারা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জমিয়াতুল মুজাদেহিদন অব বাংলাদেশ-জেএমবির দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

র‌্যাব-১৩ এর সহকারি পরিচালক ও মিডিয়া অফিসার এএসপি মো. আহসান হাবীব জানান, র‌্যাব-১৩ এর একটি দল গতকাল শুক্রবার বিকেলে রংপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে জেএমবির সক্রিয় সদস্য আজিজুল ইসলাম সালেহী (৩০) ও শাহনেওয়াজ ইসলাম নিশাত(২৬) কে গ্রেফতার করে। সালেহী পঞ্চগড় সদর উপজেলার পানিহারা এলাকার আব্দুস সাত্তার এবং নিশাত রংপুর মহানগরীর পীরজাবাদ এলাকার নুরুল ইসলামের পুত্র।

র‌্যাব কর্মকর্তা বিটিসি নিউজকে জানান, গ্রেফতার ২ জেএমবি সদস্য জনগনকে ভুল ব্যাখ্যা দিয়ে সংগঠনকে শক্তি কররতে অর্থ আদায় করার পাশাপাশি গোপানে সংগঠনের কর্মসূচি পালন, তরুনদের জেএমবিতে উদ্বুদ্ধকরণ, সদস্য সংগ্রহ, অস্ত্র সংগ্রহের কথা স্বীকার করেছে।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, জেএমবি শুধু উত্তরবঙ্গে নয়, সারাদেশে নানা ধরনের নাশকাতার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। তাদের টার্গেট বিভিন্ন এনজিও থেকে অর্থ ছিনতাই ও ইসলাম বিরোধী প্রচার করে বিশিষ্ট ব্যক্তিদের হত্যা করা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.