রংপুরে ছিনতাই-ডাকাতি সিন্ডিকেটের  প্রধান বানিয়া সুমন গ্রেফতার

রংপুর ব্যুরো: আইনশৃঙখলা বাহিনীর তালিকাভূক্ত রংপুরে ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতি সিন্ডিকেটের প্রধান  সুলতান মাহমুদ ওরফে বানিয়া সুমনকে গ্রেফতার পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর কেরানীপাড়া জামতলা মোড়ের পরিত্যক্ত বাড়ির ছাদ থেকে তাকে গ্রেফতার করা হয়।

রংপুর মেট্রোপলিট পুলিশ-আরপিএমপির কোতয়ালী থানার এসআই এরশাদ আলী বিটিসি নিউজকে জানান, বানিয়া সুমন তালিকাভূক্ত ছিনতাইকারী, ডাকাত ও চাঁদাবাজ। তার বিরুদ্ধে কোতয়ালীসহ বিভিন্ন থানায় একাধিক মামলা  আছে। জেল থেকে জামিনে বেরিয়ে এসে  বানিয়া সুমন ধরে নগরীর কেরানীপাড়া এলাকায় চাঁদাবাজি ও ছিনতাই, ডাকাতির মাধ্যমে ত্রাস সৃষ্টি করেছিল। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে কেরানীপাড়া জামতলা মোড়ের একটি পরিত্যক্ত বাড়ি ছাদ থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরপিএমপি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশীদ বিটিসি নিউজকে  জানান, গ্রেফতারকৃত বানিয়া সুমনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে ওই সিন্ডিকেট সম্পর্কে গুরুত্বপূর্ন তথ্য পাওয়া গেছে। সে অনুযায়ী বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.