রংপুরে ইয়াবাসহ ব্যবসায়ী আটক

রংপুর ব্যুরো:  রংপুর মহানগরীর তাজহাট গলাকাটার মোড় থেকে ২০০ পিস ইয়াবাসহ শহিদুল ইসলাম নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেলে পুলিশ। গতকাল শনিবার রাতে আরপিএমপির তাজহাট থানা এই অভিযান চালায়।

তাজহাট থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান বিটিসি নিউজকে জানান, শনিবার রাতে তাজহাট গলার কাটার মোড়ের কানোন গোটালা রোডের একটি বাড়িতে অভিযান চালানো হয়।

এসময় বাড়ির মালিক মাদক ব্যবসায়ী শহিদুল ইসলামকে গ্রেফতার এবং তার বাড়িতে থাকা ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। শহিদুল ওই এলাকার মৃত: আব্দুল কাদেরের পুত্র।

ওসি বিটিসি নিউজকে জানান, তাকে জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে  মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.