চাঁপাইনবাবগঞ্জে সন্তানের খোঁজে ঘুরছেন অসহায় বাবা-মা ॥ থানায় মায়ের জিডি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অনুপনগর গ্রাম থেকে হারিয়ে যাওয়া ছেলে মো. আব্দুল বারি (২০) এর খোঁজে প্রায় ৩ মাস থেকে জেলার এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরছেন বৃদ্ধা মা মোসা. ফাতেমা বেগম (৫০) ও বৃদ্ধা বাবা মো. নজরুল ইসলাম। মানসিক প্রতিবন্ধী মো. আব্দুল বারি (২০) গত ২৩ মার্চ সকালে বাড়ি থেকে বের হয়ে যায়। জেলার বিভিন্নস্থানে ছেলেকে খুঁজে না পেয়ে পাগলপ্রায় বারির বাবা-মা।

লেখাপড়া না জানা সাধারণ দরিদ্র ঘরের মানুষ বারির বাবা-মা, যখন যেভাবে, যেখানে কারো মাধ্যমে তাঁর ছেলের মত কাউকে দেখা গেছে, এমন খবর পেয়েছেন, খরচের টাকা হাতে না থাকলেও, কষ্ট করে সেখানেই পাগলের মত ছুটে গেছেন। কিন্তু ছেলে বারির কোন সন্ধান এখন পর্যন্ত পান নি তারা। এবিষয়ে থানায় জিডি ও পত্রিকায় সংবাদ প্রকাশের পরও এখন কোন খোঁজ পাওয়া যায়নি আব্দুল বারি’র।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অনুপনগর গ্রামের বৃদ্ধা মা মোসা. ফাতেমা বেগম (৫০) তাঁর হারিয়ে যাওয়া ছেলে মো. আব্দুল বারি (২০)’র খোঁজ চেয়ে সদর মডেল থানায় জিডি করেন।

গত ২৬ মার্চ মো. আব্দুল বারির মা ফাতেমা বেগম এই জিডি করেন, জিডি নম্বর-১১২৭, তারিখ-২৬-০৩-২০১৯। জিডিতে বলা হয়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অনুপনগর গ্রামের মো. নজরুল ইসলাম ও মোসা. ফাতেমা বেগম (৫০) এর ছেলে মানসিক প্রতিবন্ধী মো. আব্দুল বারি (২০) গত ২৩ মার্চ সকাল আনুমানিক ৮টার দিকে বাড়ির কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। সে আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের পক্ষ থেকে সকল আত্মীয় স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করে পাওয়া যায়নি তাকে। আব্দুল বারির গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুামনিক ৫ ফুট ৫ ইঞ্চি। কোন সহৃদয় ব্যক্তি খোঁজ পেলে ০১৭৬৪-৭৯১২৪৩ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন নিখোঁজ আব্দুল বারির বৃদ্ধা বাবা মো. নজরুল ইসলাম ও মোসা. ফাতেমা বেগম।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.