যুক্তরাষ্ট্রে ভয়াবহ বজ্রঝড়, টর্নেডোর সতর্কতা

বিটিসি আন্তর্জাতিক ডেস্কযুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার ভয়াবহ বজ্রঝড় বয়ে গেছে। দেশটির জাতীয় আবহাওয়া সার্ভিস ভয়ঙ্কর টনের্ডার বিষয়ে সতর্ক করেছে।
আবহওয়া সার্ভিসের এক বিবৃতিতে বলা হয়, নিম্ন থেকে মধ্য মিসিসিপি উপত্যকা, মধ্য-দক্ষিণ ও দক্ষিণ-পূর্বের কিছু অংশে ভয়াবহ বজ্রঝড়, বড় বড় শিলাবৃষ্টি ও তীব্র ঝড়ো বাতাস বয়ে গেছে।
এতে আরও বলা হয়, টর্নেডো সতকর্তা বজায় রয়েছে। বিশেষ করে মধ্য মিসিসিপি, উত্তরপূর্ব লুজিয়ানা ও দক্ষিণ-পশ্চিম আরকানসাসে শক্তিশালী টনের্ডো বয়ে যেতে পারে।
মার্কিন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, পূর্ব টেক্সাস ও টেনেসিতেও ভয়াবহ বজ্রঝড় বয়ে গেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.