যুক্তরাষ্ট্রে আগামী কয়েকদিনে করোনা ভয়াবহ রূপ নেবে : ড. ফাউসি

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে আগামী কয়েকদিনে করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করে দিয়েছেন দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি এস ফাউসি। গতকাল মঙ্গলবার (২৩ জুন) তিনি এই সতর্কবার্তা দেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

ড. অ্যান্থনি এস ফাউসি বলেন, ‘কয়েকদিন আগেও একদিনে নতুন করে ৩০ হাজার আক্রান্ত হওয়ার চিত্র দেখা গেছে। এই চিত্রটা আমার কাছে খুবই কষ্টদায়ক। তবে আমরা বর্তমানে টেক্সাস, ফ্লোরিডা, আরিজোনাসহ অন্যান্য অঙ্গরাজ্যে করোনার যে ঢেউ দেখছি তা আগামী কয়েক সপ্তাহে ভয়াবহ রূপ ধারণ করবে।’

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, করোনায় সংক্রমণের সংখ্যা সরকারী হিসাবে যাতে কম দেখানো যায় সেজন্য টেস্টিং কমিয়ে দেওয়ার জন্য।

তবে করোনা টেস্টিং কমিয়ে দেওয়ার জন্য জন্য কাউকে নির্দেশ দেওয়া হয়নি বলে জানান দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের পরিচালক ড. অ্যান্থনি এস ফাউসি।

তিনি বলেন, ‌‘আমি যতদূর জানি, আমাদের কাউকে পরীক্ষা কমিয়ে দেওয়ার জন্য বলা হয়নি। প্রকৃতপক্ষে আমরা পরীক্ষার হার আরও বাড়িবে দেব।’

করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে এখন পর্যন্ত সবচেয়ে বেশী মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটি মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ২৩ হাজার ৪৭৩ জন। আর মোট আক্রান্তের সংখ্যা ২৪ লক্ষ ২৪ হাজার ১৬৮ জন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.