অনেক দেশের “একলা চলো নীতি” করোনা নির্মূল করতে পারবে না : জাতিসংঘ

ফাইল ছবি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: কোভিড-১৯ মহামারি মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়হীনতার সমালোচনা করলেন জাতিসংঘ প্রধান। তিনি সতর্ক করে বলেছেন, অনেক দেশের ‘একলা চলো নীতি’ করোনা ভাইরাস নির্মূল করতে পারবে না।

মার্কিন বার্তা সংস্থা এপি’কে দেওয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এ কথা বলেন।

করোনা যুদ্ধে জয়ী হওয়ার পথ বাতলে দিয়ে তিনি বলেন, দেশগুলোকে বোঝানো প্রয়োজন যে ‘একা একা সিদ্ধান্ত নেওয়ায় তারা পরিস্থিতি আরও নিয়ন্ত্রণহীন করে ফেলছে।’ এই মহামারি রোধে বৈশ্বিক সমন্বয় হতে পারে মূল চাবিকাঠি।

গুতেরেস বলেছেন, কোভিড-১৯ শুরু হয়েছিল চীনে। তারপর তা ইউরোপ হয়ে উত্তর আমেরিকা ছড়ায় এবং এখন দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও ভারতে থাবা বসিয়েছে করোনা। যে কোনও মুহূর্তে দ্বিতীয় ঢেউ আসতে পারে বলাবলি হচ্ছে। ‘এবং কোভিড-১৯ সামাল দেওয়ার বেলায় দেশগুলোর মধ্যে একেবারেই সমন্বয় নেই।’

একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ‘দেশগুলোকে বোঝাতে হবে যে তাদের একসঙ্গে করা, তাদের সামর্থ্যকে সামগ্রিক রূপে আনাই কেবল মহামারির বিরুদ্ধে সমন্বিতভাবে লড়াই করা নয়। কিন্তু সবার কাছে চিকিৎসা ও টিকা পৌঁছে দিতে এবং পরীক্ষার ব্যবস্থা করতে একসঙ্গে কাজ করেও আমরা এই মহামারিকে হারাতে পারি।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.