যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর হামলায় আইএস প্রধান বাগদাদি নিহত

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: কয়েকটি মার্কিন সংবাদ মাধ্যম এর বরাত দিয়ে জানা যায় যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর হামলায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) প্রধান আবু বকর আল বাগদাদি নিহত হয়েছে ।

ফক্স নিউজ বলছে, সিরিয়ার ইদলিবে গতকাল শনিবার মার্কিন বাহিনীর হামলার বাগদাদি নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রশাসন এখনো এ বিষয়টি নিশ্চিত করেনি।

তবে যুক্তরাষ্ট্রের প্রশাসন বিষয়টি নিশ্চিত না করলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা একটি টুইট বার্তাও সেই ইঙ্গিত দিচ্ছে। টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘এইমাত্র বিশাল বড় কিছু একটা ঘটে গেছে।’

মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তারা এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাতে রাজি হয়নি।

ইসলামিক স্টেটের নেতা আবু বকর আল বাগদাদি গত পাঁচ বছর ধরে আত্মগোপনে রয়েছেন। তিনি সন্ত্রাসীগোষ্ঠীটির এখন মূল নেতা।

হোয়াইট হাউসের কর্মকর্তারা ট্রাম্পের ঘোষণার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এক কর্মকর্তা সিএনএনকে বলেন, হোয়াইট হাউসের কূটনৈতিক কক্ষে ঘোষণাটি দেবেন প্রেসিডেন্ট। গতকাল শনিবার এ বিষয়ে আন্দাজ পাওয়া যায়, যখন ট্রাম্প টুইট বার্তায় বলেন, ‘বিশাল কিছু একটা ঘটে গেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.