যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য আলাবামা-জর্জিয়া টর্নেডোয় বিধ্বস্ত, নিহত ২৩
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গতকাল রবিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য আলাবামা ও জর্জিয়া প্রলয়ংকারী টর্নেডোর আঘাতে বিধ্বস্ত হয়ে পড়েছে। এতে করে এখন পর্যন্ত অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে।
আলাবামার শেরিফ জে জোন্সের বরাত দিয়ে সিএনএন জানায়, টর্নেডোর আঘাতে নিহতদের মধ্যে শিশুসহ পূর্ণবয়স্করাও আছে।
জোন্স বলেন, ঝড়টি ঘন্টায় ০.৪ কিলোমিটার বেগে আঘাত হেনে বেশ কয়েক মাইল এলাকা লণ্ডভণ্ড করে দিয়েছে।
তিনি আরো বলেন, এই ঘটনায় আরো বেশ কয়েকজন ‘গুরুতর আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।
খবরে বলা হয়েছে, টর্নেডোর আঘাতে দুই অঙ্গরাজ্যে অনেক জায়গায় গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে যাওয়ার কারণে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা।
আলাবামা অঙ্গরাজ্যের বার্মিংহামের জাতীয় আবহাওয়া দপ্তর লি কাউন্টিতে অন্তত আট জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে। এছাড়া সেখানে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ওই দুই অঙ্গরাজ্যের সেবাদাতা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, ১৫ হাজারেরও বেশি মানুষকে বিদ্যুৎহীন থাকতে হচ্ছে।
অন্যদিকে, জর্জিয়ার দক্ষিণ ও পশ্চিমাংশে টর্নেডোর খবর দিয়ে সংবাদমাধ্যম বলছে, সেখানে ঝড়ের পর ৩০ হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে দিনাতিপাত করছেন।
এছাড়া জর্জিয়া সীমান্তে আলবামার ইউফাউলার একটি বিমানবন্দর ও একটি ফায়ার স্টেশনও টর্নেডোর তাণ্ডবের মুখে পড়েছে বলে খবরে বলা হয়েছে। দেশটির উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে লোকদের উদ্ধার করছেন। তথ্যসূত্র: বিবিসি, সিএনএন।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.