যুক্তরাষ্ট্রের তিন ভেন্যুতে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ

বিটিসি স্পোর্টস ডেস্ক: কয়েক মাস আগেই বেশ সফলভাবে শেষ হয়েছে মেজল লিগ ক্রিকেট। ক্রিকেটের সেই উন্মাদনা চোখ এড়ায়নি আইসিসির। আসন্য ছেলেদের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাই যুক্তরাষ্ট্রের তিনটি ভেন্যু বেছে নিয়েছে ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি।
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এজন্য বুধবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে ভেন্যু হিসেবে ডলাসের গ্রান্ড প্রাইরি, ফ্লোরিডার ব্রাউয়ার্ড কাউন্টি ও নিউ ইয়র্কের নাসাও কাউন্টির নাম ঘোষণা করে আইসিসি।
ওয়েস্ট ইন্ডিজের সাথে কো-হোস্ট হিসেবে ২০২১ সালে যুক্তরাষ্ট্রের নাম ঘোষণা করা হয়েছিল। এবার ঠিক হয়ে গেল ভেন্যুও।
এই তিনটি জায়গাতেই এবার মেজর লিগ ক্রিকেটের আসর বসেছিল। সেখানকার সমর্থকদের উন্মাদনা বেশ পছন্দ হয়েছে আইসিসির। সেই কারণেই এই তিনটি জায়গায় ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যদিও তিনটি স্টেডিয়ামেরই পরিকাঠামোগত কিছু সংস্কার দরকার। এজন্য বেশ কিছু নির্দেশ দিয়েছে আইসিসি। প্রথমত, আসন সংখ্যা বৃদ্ধি করতে বলা হয়েছে। পাশাপাশি বিশ্বকাপে জন্য হসপিটালিটি বক্স এবং মিডিয়া সেন্টার আরও উন্নত করতে হবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.