যুক্তরাষ্ট্র’র হিউস্টনে কনসার্টে হুড়োহুড়িতে নিহত-৮

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে অ্যাস্ট্রোওয়ার্ল্ড ফেস্টিভ্যালে গতকাল শুক্রবার (১২ নভেম্বর) অন্তত আট জন নিহত হয়েছেন। এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ১৭ জনকে হাসপাতালে ভর্তি তরা হয়েছে। এ ছাড়া উৎসবস্থলে তিন শতাধিক লোককে চিকিৎসা দেওয়া হয়েছে।
কনসার্টটিতে প্রায় ৫০ হাজার দর্শক উপস্থিতি ছিলেন। লাইভস্ট্রিমে দেখা যায়, হঠাৎ একটি অ্যাম্বুলেন্স কনসার্টস্থলে এলে র্যাপ তারকা ট্রাভিস স্কট তার পরিবেশনা বন্ধ করেন।
হিউস্টনের ফায়ার সার্ভিসের প্রধান স্যাম পেনা বলেছেন, গতকাল শুক্রবার (১২ নভেম্বর) রাত ৯টা থেকে সোয়া ৯টার দিকে লোকজন মঞ্চের সামনে যেতে হুড়োহুড়ি শুরু করলে মানুষের চাপে এ ঘটনা ঘটেছে। অনেকে পড়ে গিয়ে জ্ঞান হারান। এ সময় হতাহতের ঘটনা ঘটে।
সংগীত উৎসবটি গতকাল শুক্রবার (১২ নভেম্বর) শুরু হয়ে আজ শনিবার (১৩ নভেম্বর) পর্যন্ত হওয়ার কথা ছিল।  হতাহতের ঘটনার ফলে সংগীত আয়োজনের দ্বিতীয় দিনের কার্যক্রম স্থগিত করা হয়। (সূত্র: সিএনএন) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.