যশোর-৩ (সদর) আসনে তরিকুলপুত্র অমিতকে ছাড় দিতে নারাজ মারুফ ও সাবু

খুলনা ব্যুরোযশোর-৩ (সদর) আসনে বিএনপির মনোনয়নের লড়াইয়ে গৃহদাহ শুরু হয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত তরিকুল ইসলামের ছোট ছেলে খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে একক প্রার্থী ঘোষণা করেছে স্থানীয় বিএনপির একাংশ।

বিএনপির প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম সদস্য ছিলেন তরিকুল ইসলাম। মৃত্যুর আগ পর্যন্ত দলটির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। যশোর-৩ আসন থেকে তরিকুল ইসলাম চারবার সংসদ সদস্য ও চারবার মন্ত্রী হয়েছেন। গত ৪ নভেম্বর ইন্তেকাল করেন তিনি। তার মৃত্যুর পর কে হবেন যশোর-৩ আসনে বিএনপির প্রার্থী, এনিয়ে নানা আলোচনা শুরু হয়।

তবে অমিতকে একক প্রার্থী মানতে নারাজ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাবেরুল হক সাবু ও নগর বিএনপির সভাপতি সাবেক মেয়র ও তরিকুল ইসলামের ভাতিজা মারুফুল ইসলাম। তারা দুইজনও মনোনয়ন দৌঁড়ে রয়েছেন।

দলীয় মনোনয়ন প্রশ্নে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে বিএনপি। এই তিন নেতাই দলীয় মনোনয়নের আবেদন ফরম কিনেছেন।

গতকাল সোমবার জেলা বিএনপির সভায় তরিকুলপুত্র অমিতকে একক প্রার্থী ঘোষণা করেছে বিএনপির একাংশ। তবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেরুল হক সাবু ও নগর বিএনপির সাধারণ সম্পাদক মারুফুল ইসলামের দাবি একক প্রার্থী ঘোষণার খবর ভুয়া। কোনো সভায় এমন সিদ্ধান্ত হয়নি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.