যশোরে ৫০টি স্বর্ণের বার উদ্ধার সহ আটক-২

যশোর প্রতিনিধি: যশোর-বেনাপোল সড়কের নতুনহাট এলাকা হতে ৪ কোটি ৮ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ৫ কেজি ৮শ’ ৪০ গ্রাম ওজনের ৫০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ৪৯ বিজিবি সদস্যরা। এ সময় ২ জনকে আটক করা হয়।
আজ শুক্রবার (১০ ডিসেম্বর) বেনাপোল কোম্পানী সদরের সুবেদার মো. আহসান হাবিব এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন: নড়াইল জেলার কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের মৃত খোকন মোল্লার ছেলে মো. তৌহিদুল ইসলাম (৪৩) ও একই গ্রামের হারিয়াস সরদারের ছেলে মো. ইমরান হোসেন।
বিজিবি জানায়, আজ শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে যশোর-বেনাপোল সড়কের নতুনহাট হাইওয়ে রোডের উপর সন্দেহভাজন বেনাপোলগামী একটি মোটরসাইকেল আরোহী দুজন ব্যক্তির দেহ তল্লাশি করা হয়। এ সময় ভারতে পাচারের উদ্দেশ্যে আনা অভিনব কায়দায় দুজনের প্যান্টের ভিতরে কোমরের মধ্যে বিশেষভাবে লুকানো অবস্থায় এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।
আটককৃতরা জানায়, স্বর্ণের বারগুলো যশোরের দড়াটানা হতে নিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোল নিয়ে যাচ্ছিল তারা। আটককৃত স্বর্ণের বার এবং আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর যশোর প্রতিনিধি শফিক ইসলাম। #

 

 

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.