বিশেষ কবিতা আবৃত্তি অনুষ্ঠান “সাহসী উচ্চারণ” অনুষ্ঠিত 

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শুক্রবার ১০ ডিসেম্বর রাতে পৌরশহরের প্রগতি ক্লাব প্রাঙ্গনে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাণীশংকৈল কবিতা পরিষদের আয়োজনে বিশেষ আবৃত্তি অনুষ্ঠান “সাহসী উচ্চারণ” অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে ওই পরিষদের আহবায়ক প্রভাষক প্রশান্ত বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ জাহিদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, কবি-সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষক আবু শাহানশাহ ইকবাল,পৌর ও বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান। 
এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক- সামাজিক- সাংস্কৃতিক নেতা-কর্মী, পৌর কাউন্সিলরসহ গণমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য দেন- আহবায়ক প্রশান্ত বসাক।
বক্তারা মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনা বিকাশে কবিতার উপর বিশেষ গুরুত্ব আরোপের কথা উল্লেখ করেন।
শেষে কবিতা আবৃত্তি করেন, প্রশান্ত বসাক, আলমগীর হোসেন, অধ্যাপক মনিরুজ্জামান মনি, আশরাফ আলী, ফরিদা ইয়াসমিন, নাসরিন আকতার, শাহানশাহ ইকবাল, শাহীন কোরাইশী,স্নিগ্ধা, জাহিদ হোসেন, মাসুমা আকতার লিপি, সাদেকুল ইসলাম, আসাদুজ্জামান রাজু আশরাফ আলী, মালিহা, তৃষা পাল, আরিফ হোসেন ও শাপলা। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.