যশোরে বন্দুকযুদ্ধে ডাকাত দলের ১জন নিহত

যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলায় গোয়েন্দা পুলিশ (ডিবি) এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এ ডাকাত নিহত হয়েছেন। গতকাল সোমবার  রাত ৩টার দিকে সদর উপজেলার দোগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সেলিম যশোর শহরের রায়পাড়া এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) সৌমেন দাস বিষয়টি নিশ্চিত করে বিটিসি নিউজকে জানান, সোমবার রাতে সদর উপজেলার গোবিন্দপুর এলাকার অভিযান চালিয়ে এক বাড়ি থেকে পলাতক আসামি সেলিমকে গ্রেফতার করা হয়।

এরপর জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রাত ৩টার দিকে তাকে নিয়ে দোগাছিয়া গ্রামে অস্ত্র উদ্ধার যায় পুলিশ। কিন্তু সেখানে আগে থেকে অবস্থান নেয়া সেলিমের সহযোগীরা গুলি ছোড়লে পুলিশও পাল্টা গুলি চালায়।

গোলাগুলির মধ্যে সেলিম পালানোর চেষ্টা করলে তার মাথায় গুলি লাগে।

পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান পুলিশ।

তিনি আরো বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.