যথাযোগ্য মর্যাদায় নাটোরে পবিত্র ঈদ-উল-আযহার জামাত অনুষ্ঠিত


নাটোর প্রতিনিধি: যথাযোগ্য ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে নাটোরে পবিত্র ঈদ-উল-আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। গত দুই বছর করোনা ভাইরাস সংক্রমনের প্রকোপতায় নানা বিধি নিষেধের মধ্য দিয়ে নামাজ আদায় করলেও এবারই একটু খোলামেলা ভাবে পবিত্র ঈদ-উল-আযহার নামাজ অনুষ্ঠিত হচ্ছে।
আজ রবিবার সকাল সাতটায় কান্দিভিটা মসজিদের প্রেস ইমাম মাওলানা গোলাম মোস্তফার ইমামতিতে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। পরে ৭-৪৫ মিনিটি আলাইপুর মার্কাস মসজিদের ইমাম মাওলানা মফিজ উদ্দিনের ইমামতিতে ২য় জামাত অনুষ্ঠিত হয়।
সেখানে প্রথম জামাতে নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক শামীম আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল আসলাম রমজান.সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ ঈদের নামাজ আদায় করেন।
এ ছাড়া শহরের কেন্দ্রীয় জামে মসজিদ, গাড়িখানা মসজিদ, বাস টার্মিনাল মসজিদ সহ বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাত শেষে মুসল­ীরা পশু কোরবানী দেয়।
অপরদিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি সিংড়ায়, নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস গুরুদাসপুরে এবং নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বাগাতিপাড়ায় নিজ এলাকায় পবিত্র ঈদ-উল-আযহার জামাতে নামাজ আদায় করেন।
এদিকে বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহল কুদ্দুস তালুকদার দুলু নাটোরের নলডাঙ্গা উপজেলার নিজগ্রাম রামশাকাজীপুর ঈদগাহে ঈদের নাামাাজ আদায় করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.