যথাযোগ্য মর্যাদায় জলঢাকায় পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: যথাযথ মর্যাদায় নীলফামারীর জলঢাকায় পালিত হল ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করেছে উপজেলা প্রশাসন, রাজনৈতিক সংগঠনগুলো, সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন।
প্রথম প্রহরে রাত ১২টা ০১মিনিটে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারের পুস্পমাল্য অর্পণ করছে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ, উপজেলা জাতীয়পার্টি, সামাজিক বন্ধন সহ সকল সহযোগী সংগঠন, উপজেলা বিএনপি সহ সকল সহযোগী সংগঠন, মটর শ্রমিক,ট্রাক শ্রমিক, শ্রমিক ঐক্য পরিষদ, প্রেস ক্লাব, রিপোর্টার্স  ইউনিটি, জিও এনজিও সহ বিভিন্ন সামাজিক সংগঠন। পরে সকালে নীলফামারী-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা এমপির নেতৃত্বে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, বঙ্গবন্ধু প্রজন্মলীগ, শ্রমিক ঐক্য পরিষদ এর নেতাকর্মীসহ একটি শোক র্যালী বঙ্গবন্ধু চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে শপথ বাক্য পাঠ করে, সহীদদের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আশরাফ আলী, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল মান্নান, সাঃ সম্পাদক আশরাফ আলী,সাবেক পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, খুটামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ শামীম,আওয়ামীলীগ নেতা ও মিডিয়া ব্যাক্তিত্ব মন্জুরুল ইসলাম সিয়াম, উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক মকছুদার রহমান লেলিন, পৌর যুবলীগের যুগ্ন-আহবায়ক সফিকুল ইসলাম পলাশ, লাভলু রশিদ, মৃন্যাল বিশ্বাস, ছাত্রলীগের সভাপতি নলনী বিশ্বাস, তাঁতীলীগের আহবায়ক হাসানুর রহমান, সদস্য সচিব রাম কৃষ্ণ মোহন্ত, মৎসজীবিলীগের সভাপতি সাদেকুল সিদ্দিক সাদেক, সাঃ সম্পাদক সোহাগ, প্রজন্মলীগের সভাপতি হিট্টু, শ্রমিক ঐক্য পরিষদ সাধারন সম্পাদক জোনাব আলী, যুব মহিলা লীগের সভাপতি রোজি বেগম, পৌর যুবমহিলালীগের সভাপতি ইতি মনি, সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মৎসজীবিলীগ, কৃষকলীগ , প্রজন্মলীগ, তাঁতীলীগের, বিভিন্নস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.