খুলনায় ব্যতিক্রমী আয়োজনে ভাষা শহীদদের স্মরন করলো এসো বাগান করি নামক বৃক্ষপ্রেমী সংগঠন

খুলনা ব্যুরো: ব্যতিক্রমী আয়োজনে ভাষা শহীদদের স্মরন করলো এসো বাগান করি নামক একটি বৃক্ষপ্রেমী সংগঠন।২১ জন শিক্ষার্থীর মাঝে ২১ টি বিভিন্ন প্রকারের ফল গাছের চারা বিতরনের মাধ্যমে তারা ভাষা শহীদদের স্মরন করে।
গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারী) খুলনার ঐতিহ্যবাহী লায়ন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে এই ফল গাছের চারা বিতরণ করা হয়।এই আয়োজনে লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ বাদশাহ খান, সহকারী প্রধাণ শিক্ষক গাউস উদ্দীন শিকদার, কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষক শহিদুল ইসলাম এবং ক্রীড়া শিক্ষক অনাদ্রী কুমার মন্ডল এবং এসো বাগান করি  খুলনার ক্ষুদে বন্ধুরা স্কুলের শিক্ষার্থীদের হাতে ফলের গাছ তুলে দেন।
ব্যতিক্রমি এই আয়োজনের মুল উদ্দোক্তা ও গ্রীন গ্লোব নার্সারির মালিক জাহের হাদি বলেন,   সুস্থ সবল শিশুরাই পারে বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করতে সালাম,রফিক,বরকত সহ আরো অনেক  প্রাণের যে আত্মবলিদান, তাকে সমুন্নত রাখতে।
আর সুস্থ সবল করে  শিশুদের গড়তে দরকার সবুজ পৃথিবী। আমাদের তথা এসো বাগান করির প্রচেষ্টা নির্মল একটি পরিবেশ শিশুদের উপহার দেয়া।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.