“যতদূর বাংলা ভাষা”-র অনুষ্ঠান অনুষ্ঠিত হল শিয়ালদহে (ভিডিও)

কলকাতা প্রতিনিধি: য়ুগ সাগ্নিক এবং রক্ত করবি, আন্তর্জাতিক শিল্পী মৈত্রী সংগঠন, দূরে কোথাও, সাহিত্যাশ ও চুপ কথারা, আহ্নিক, জনস্বার্থ বার্তা, সাঁজ বাতি পত্রিকা, ফিশ্বভরা প্রাণ, খসড়ার আহ্বানে দ্বিতীয় দিনের “যতদূর বাংলা ভাষা” -র অনুষ্ঠান অনুষ্ঠিত হল শিয়ালদহ সংলগ্ন কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে ৷
বিভিন্ন জেলার সহ স্থানীয় কবিরাও কবিতা পাঠ করলেন এদিন৷ ছিল শ্রুতি নাটক এবং আরও সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিপূর্ণ ছিল অনুষ্ঠান ৷
তৃতীয় অর্থাৎ শেষদিন অনুষ্ঠান হবে আশুতোষ মুখার্জির বাসভবনে ৷
https://drive.google.com/file/d/15MAk046EldqcV6eaZlsok39K-KY-4Nkm/view?usp=sharing
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #
ভিডিও//ছবি সট:–বিটিসি নিউজ (বাংলাদেশ) এর (কলকাতা) ক্যামেরা পারসনসুবীর মন্ডল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.