ময়মনসিংহে ঘুষের টাকাসহ হাতেনাতে সরকারী কর্মকর্তা গ্রেফতার

 

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় গতকাল বৃহস্পতিবার স্কুলের শিক্ষকদের এরিয়ার বিলের টাকা দেয়ার জন্য ঘুষ চায় উপজেলা হিসাব রক্ষণ কার্যালয়ের হাসেন আলী নামের এক অডিটর। গতকাল দুপুরে তাকে সেই টাকাসহ হাতে নাতে আটক করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ময়মনসিংহ দুদকের কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জানান, তারাকান্দা উপজেলার রাউতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনের, কাছে তার স্কুলের শিক্ষকদের এরিয়ার বিলের টাকা দেয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ চায় অডিটর হাসেন আলী। পরে বিষয়টি দুদককে জানায় প্রধান শিক্ষক।

তিনি আরও জানান, এরই প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে ঘুষের টাকা দিতে হিসাব রক্ষণ কার্যালয়ে যায় প্রধান শিক্ষক।

এসময় শিক্ষক সেজে ছদ্মবেশে একজন দুদকের কর্মকর্তাও তার সাথে যান। টাকা আদান প্রদানের সময় তাকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের করা হচ্ছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.